UsharAlo logo
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএল কবে শুরু হবে, জানালেন বিসিসিআই কর্তা

usharalodesk
জানুয়ারি ১৩, ২০২৫ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক :চলতি বছরের আইপিএলের নিলাম গেল নভেম্বরেই হয়ে গেছে। সৌদি আরবের জেদ্দায় গত ২৪ এবং ২৫ নভেম্বর দলগুলো নিজেদের স্কোয়াড গুছিয়ে নিয়েছে। এই মেগা নিলাম শেষ হওয়ার পর থেকেই টুর্নামেন্টের শুরুর তারিখ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। অবশেষে সেই তারিখ নিশ্চিত করল বিসিসিআই।

গত মৌসুমে আইপিএল ২০২৪ শুরু হয়েছিল ২২ মার্চ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস। সেই আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ২৬ মে, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। গত বছরের শিরোপাজয়ী দল কলকাতা নাইট রাইডার্স এবার শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে  নামবে।

এ বছর ভারতের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএলের ১৮তম আসর শুরু হবে গেল বারের চেয়ে এক দিন পিছিয়ে। ২০২৫ সালের ২৩ মার্চ শুরু হবে এই আসর। রোববার এই তারিখটি নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা। মুম্বাইয়ে একটি বিশেষ সাধারণ সভায় উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়েই তিনি আইপিএল ২০২৫-এর শুরুর তারিখ জানান।

রাজীব আরও জানিয়েছেন, নারী প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল)-এর ভেন্যুগুলো চূড়ান্ত করা হয়েছে। সেগুলোর তালিকাও শিগগিরই প্রকাশ করা হবে।

ঊষার আলো-এসএ