UsharAlo logo
সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আইপিএলের ৩ ফ্র্যাঞ্চাইজির অপেক্ষায় সাকিব

ক্রীড়া ডেস্ক
মার্চ ২২, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কদিন আগে সাকিব আল হাসান পেয়েছেন শাপমুক্তি। আইসিসি থেকে সুখবর মিলতেই মরিয়া হয়েও উঠেছেন। প্রত্যাবর্তন হিসেবে আইপিএলকে বেছে নিতে চাচ্ছেন টাইগার এই অলরাউন্ডার। ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, ইতোমধ্যে তিনটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগও করেছেন সাকিব।

সূত্রের বরাতে পত্রিকাটি জানায়, স্পিন বিভাগে দুর্বল তিনটি দলের হয়ে খেলতে চেয়ে যোগাযোগ করেছেন সাকিব। তারা সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে আশ্বাস দিয়েছেন। যেহেতু নিলামে দল পাননি সাকিব, তাই তাকে অপেক্ষায় থাকতে হবে। যদি কোনো দলে ইনজুরি বা কারও বদলি প্রয়োজন হয়, তবেই ডাক পাবেন সাকিব।

দেশের বাইরে থাকা সাকিব টেস্ট থেকে নিয়েছেন অবসর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলার কথা ছিল। কিন্তু নানা জটিলতার কারণে সেটি হয়নি। আপাতত বাংলাদেশ জাতীয় দলেও তার ফেরা অনেকটা কঠিন হয়ে আছে। এরমাঝে আইসিসি নিষিদ্ধ করেছিল সাকিবের বোলিং।

বোলিং অ্যাকশনের ত্রুটি সারতে দুবার পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছিলেন সাকিব। পরে অবশ্য পাশ করেন। এরপরই সিদ্ধান্ত নিয়েছেন আইপিএল দিয়ে ফিরবেন। দেশের ক্রিকেট থেকে দূরে থাকা টাইগার এই অলরাউন্ডারের জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পথ খোলা আছে। বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা কেটে যাওয়ায় এখন আবারও অলরাউন্ডার হিসেবে সাকিব খেলতে পারবেন। তাই ‍সুযোগ নিতে চাচ্ছেন আইপিএলে।

সংবাদ প্রতিদিন জানিয়েছে, আইপিএলের তিনটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা সেরেছেন সাকিব। দলগুলো হলো—রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদ। ফ্র্যাঞ্চাইজিগুলোকে সাকিব জানিয়েছেন, খেলার জন্য পুরোপুরি তৈরি তিনি।

তবে এই তিন ফ্র্যাঞ্চাইজিতে সাকিবের ঢোকা আপাতত কঠিন। যদি কেউ চোটে পড়েন এবং বদলি হিসেবে দলটি সাকিবকে উপযুক্ত মনে করেন, তবেই আইপিএলে দেখা যেতে পারে সাকিবকে!

ঊষার আলো-এসএ