টি-টেন ফরম্যাটকে আনুষ্ঠানিক স্বীকৃতি চেয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আবেদন করেছে অন্তত দুটি পূর্ণ সদস্য দেশ। তাদের চাওয়া, টি-টেন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোকে যেন ‘লিস্ট এ’র মর্যাদা দেওয়া হয়।
আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতি না থাকায় এখন টি-টেন ক্রিকেটারদের কোনো কীর্তি তাদের রেকর্ডে যোগ হয় না। এই স্বীকৃতি পেলে যেকোনো পূর্ণ সদস্য দেশ কর্তৃক আয়োজিত টি-টেন টুর্নামেন্টগুলোর পরিসংখ্যান খেলোয়াড়দের অফিসিয়াল রেকর্ডে যোগ হবে, যেমনটা ওয়ানডে বা টি-টোয়েন্টির ক্ষেত্রে হয়।
সম্প্রতি জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় (১০-১৩ এপ্রিল) বিষয়টি অনানুষ্ঠানিকভাবে আলোচনায় উঠে আসে। যদিও এটি মূল এজেন্ডায় ছিল না, কিছু দেশের প্রতিনিধিরা বিষয়টি তুলেছেন।
টি-টেন ফরম্যাটের ইতিহাস বেশি পুরোনো নয়। প্রথম বড় আকারে টি-টেন টুর্নামেন্ট হয় ২০১৭ সালে, সংযুক্ত আরব আমিরাতে—বর্তমানে যা আবুধাবি টি-টেন নামে পরিচিত। এরপর ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও জিম্বাবুয়েও ঘরোয়া টি-টেন লিগ আয়োজন করেছে।
ঊষার আলো-এসএ