ঊষার আলো ডেক্স : আগামী বছরেই হজরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন করার কথা জানিয়েছেন বিমান ও পর্যটন মন্ত্রী মাহবুব আলী। সোমবার (২৩ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে তিনি এই তথ্য জানান।
পর্যটন মন্ত্রী মাহবুব আলী বলেন, প্রবাসী শ্রমিকদের ভাড়া সহনীয় পর্যায়ে নিয়ে আসতে এয়ারলাইন্সের সাথে আলোচনা চলছে। বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধের বিষয়ে তিনি বলেন, বিমানবন্দরে ২১ হাজার যাত্রী প্রতিদিন যাতায়াত করে তাদের সবাইকে প্রশ্ন করা সময়সাপেক্ষ এবং অসম্ভব ব্যাপারও। কাস্টমস ও অন্যান্য সংস্থার সাথে কথা হয়েছে যেন নির্দিষ্ট যাত্রী বা সন্দেহভাজন ১-২ শতাংশ যাত্রীকে যেন জিজ্ঞাসাবাদ করা হয়।
(ঊষার আলো-এসএইস)