UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আদালত চত্বরে আইনজীবীর পোশাক পরে গুলি

ঊষার আলো
এপ্রিল ২১, ২০২৩ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির সাকেত আদালত চত্বরে এক নারীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে।

গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, শুক্রবার সকালে আদালতে ঢুকে এক ব্যক্তি গুলি চালান। হামলাকারীর পরনে ছিল আইনজীবীর পোশাক।

দিল্লির আদালতে গুলি চালানোর ঘটনা নতুন নয়। গত বছর সেপ্টেম্বর মাসেও এমন ঘটনা ঘটেছিল। সে সময় গুলিতে তিনজনের মৃত্যু হয়।

আহত হন বেশ কয়েকজন। দিল্লির কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র গোগীর মৃত্যু হয় ওই হামলায়।

গত বছরও উত্তর দিল্লির রোহিণীতে আইনজীবীদের পোশাক পরে আদালতকক্ষে প্রবেশ করেছিল সস্ত্রাসীরা।

গোগীর উপর হামলার ঘটনায় ‘টিল্লু’ দলের সস্ত্রাসীরা জড়িত বলে সন্দেহ ছিল পুলিশের। সস্ত্রাসীদের ওপর পাল্টা গুলি চালিয়েছে পুলিশও। সেই গুলিতে ২ সস্ত্রাসীর মৃত্যু হয়।

ঊষার আলো-এসএ