UsharAlo logo
শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আদি বুড়িগঙ্গায় নান্দনিক পরিবেশ আনবে ডিএসসিসি

ঊষার আলো
নভেম্বর ২০, ২০২২ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: আদি বুড়িগঙ্গার ৭ কিলোমিটার দখলমুক্তের পর খনন করে দুপাশ দিয়ে হাঁটার পথ, সাইকেল চালানোর পথ এবং নান্দনিক পরিবেশ সৃষ্টি করতে উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।আদি বুড়িগঙ্গা পুনরুদ্ধার ও নান্দনিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে প্রকল্প প্রস্তুত করতে ইতোমধ্যে ছয় সদস্যের কমিটি গঠন করে দিয়েছে সংস্থাটি।

রোববার (২০ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসি সচিব আকরামুজ্জানান এ বিষয়ে কাজ করতে ছয় সদস্যের কমিটি গঠন করে দপ্তর আদেশ জারি করেন।

সচিব আকরামুজ্জামান জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন আদি বুড়িগঙ্গা পুনরুদ্ধার ও নান্দনিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে প্রকল্প প্রস্তুত করার জন্য নিয়োগকৃত পরামর্শ প্রতিষ্ঠান থেকে টার্মস অব রেফারেন্স অনুযায়ী রিপোর্ট যাচাই করে গ্রহণ করার জন্য এ কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

জানা গেছে, ছয় সদস্যের কমিটির সভাপতি করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীকে। এছাড়া পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে কমিটির সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ, প্রধান সম্পত্তি কর্মকর্তা, অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী এবং পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের নির্বাহী প্রকৌশলীকে কমিটির সদস্য করা হয়েছে।

গত ১৬ নভেম্বর বুড়িগঙ্গার আদি চ্যানেলে চলমান পরিষ্কার ও খনন কার্যক্রম পরিদর্শন যান ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সেসময় এ বিষয়ে করা প্রশ্নের জবাবে মেয়র তাপস বলেন, আমরা আগামী দুই-তিন বছরের মধ্যে পূর্ণ প্রকল্পটা বাস্তবায়ন করতে পারলে ঢাকার দৃশ্যপট পরিবর্তন হয়ে যাবে। নদীমুখী ঢাকার যে আবির্ভাব, যে গোড়াপত্তন তা আবার দৃশ্যমান হবে, ফিরে আসবে।

তিনি বলেন, এখানে শুধু খনন নয়, আমরা তার সঙ্গে সঙ্গে সীমানা নির্ধারণ এবং স্থায়ীভাবে দখলমুক্ত করছি। এ নিয়ে হাইকোর্ট ডিভিশনের রায় ছিল। কিন্তু কোনো সংস্থা এর আগে এটা করতে পারেনি। আমরা এই দায়িত্বটা নিয়ে একে একে খুব সুন্দরভাবে সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় এখন খনন করছি। তার সঙ্গে সঙ্গে দখলমুক্ত ও সীমানা নির্ধারণ করছি। একইসঙ্গে নান্দনিক পরিবেশ সৃষ্টির জন্য প্রকল্প প্রণয়নের কাজও আরম্ভ করছি।

ঊষার আলো-এসএ