UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আপাতত গণটিকা নয়, নিবন্ধন করেই নিতে হবে’

usharalodesk
আগস্ট ২৩, ২০২১ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আপাতত গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ (২৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গণটিকা কার্যক্রম আপাতত হচ্ছে না। নিবন্ধন করেই এরপর করোনার টিকা নিতে হবে।’ আগামী সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা দেশে আসবে। তবে, এ মাসে কিছু আসবে আর বাকিগুলো সেপ্টেম্বরে। এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে সাড়ে ১০ কোটি ডোজ টিকা পাওয়া যাবে। যখন যত টিকা আসবে, ঠিক তখন নিবন্ধন অনুযায়ীই টিকা দেওয়া হবে।

(ঊষার আলো-আরএম)