ঊষার আলো ডেস্ক : আফগানিস্তানের কাবুলে বন্দুকধারীরা দেশটির প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলা চালিয়েছেন। হামলায় আফগান সরকারি বাহিনীর সাথে গোলাগুলিতে সে সময় ৪ জন নিহত হন।
প্রাথমিকভাবে নিহতদের নাম বা পরিচয় জানা যায়নি।
আজ বুধবার (৪ আগস্ট) এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। তার আগে মঙ্গলবার (৩ আগস্ট) রাতে এই হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, হামলার সময়ে প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদি বাড়িতে ছিলেন না। ঘটনার পর বাড়িতে থাকা পরিবারের সদস্যদের অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। হামলায় ৪ জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও ১১ জন।
এই ঘটনার পর প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদি টুইট করে জানান, ‘উদ্বেগের কোনো কারণ নেই, সবকিছু ঠিক আছে।’
(ঊষার আলো-এফএসপি)