UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানে সরকার গঠনের আহ্বান জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

usharalodesk
আগস্ট ১৭, ২০২১ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আফগানিস্তানে আলোচনার মাধ্যমে নতুন সরকার গঠনের জন্য আহ্বান জানিয়েছে। গতকাল সোমবার সংস্থাটির এক বৈঠক থেকে এই আহ্বান জানানো হয়।

জানা যায়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আফগানিস্তানে অবিলম্বে সকল ধরনের সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন বন্ধের আহ্বান জানানো হয়। বলা হয় যে, নতুন সরকার হবে ঐক্যবদ্ধ, অন্তর্ভুক্তিমূলক, প্রতিনিধিত্বমূলক ও যেখানে নারীদের পূর্ণ, সমান এবং অর্থবহ অংশগ্রহণ থাকবে।

তার আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছেন সাময়িক সময়ের জন্য আফগান শরণার্থীদের আশ্রয় দিতে।

এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত এবং ব্যথিত হৃদয় নিয়ে বিশ্ব আফগানিস্তানের পরিস্থিতি অবলোকন করছে। এমন সময়ে আমি জোর আহ্বান জানাচ্ছি বিশ্বের বিভিন্ন দেশের প্রতি তারা যেন আফগান শরণার্থীদের আশ্রয় দেয় ও তাদের যেন নির্বাসিত না করে। আফগানরা প্রজন্ম ধরে রক্তক্ষয়ী যুদ্ধ ও কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই যাচ্ছে। এখন সময় তাদের পাশে দাঁড়ানোর ও সহমর্মিতা দেখানোর।

(ঊষার আলো-এফএসপি)