UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানের কাবুলে স্কুলে পরপর ৩ বিস্ফোরণ, নিহত ৬

pial
এপ্রিল ১৯, ২০২২ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি উচ্চ বিদ্যালয়ে পরপর তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৬ জন ও আহত হয়েছেন মোট ১১ জন।

আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) পশ্চিম কাবুলে এ ঘটনা ঘটে। আফগান নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্স বলছে, হামলা হওয়া এলাকার পাশে সংখ্যালঘু শিয়া জনগোষ্ঠী হাজারা সম্প্রদায়ের বহু মানুষ বসবাস করেন।

কাবুলের কমান্ডারের মুখপাত্র খালিদ জাদরান বলেন, একটি উচ্চ বিদ্যালয়ে তিনটি বিস্ফোরণ ঘটেছে, আর এতে আমাদের শিয়া জনগোষ্ঠীর কিছু মানুষ হতাহত হয়েছেন।

কাবুলের একটি হাসপাতালের নার্সিং বিভাগের কর্মকর্তা (নাম প্রকাশ না করার শর্তে) রয়টার্সকে বলেন, মঙ্গলবারের এ বিস্ফোরণে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন ও ১৪ জন আহত হয়েছেন।

তালেবানরা জানায়, আগস্টে ক্ষমতা নেওয়ার পর হতেই তারা দেশকে সুরক্ষিত করেছে। তবে আন্তর্জাতিক কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন, সেখানে জঙ্গিবাদের পুনরুত্থানের ঝুঁকি রয়ে গেছে।

তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠীই হামলার দায় স্বীকার করেনি।

(ঊষার আলো-এফএসপি)