UsharAlo logo
মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি: র‌্যাব

usharalodesk
জুলাই ১৮, ২০২৪ ১১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীর যাত্রাবাড়ী ও শনির আখড়া এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ চলছে। পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের পরীক্ষা দিচ্ছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১০) অধিনায়ক (সিও) মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ।

বুধবার দিনগত রাত আড়াইটার দিকে যাত্রাবাড়ী থানার সামনে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা সুন্দরভাবে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু তারা বিভিন্ন গলি থেকে এসে আমাদের ওপর আক্রমণের চেষ্টা করছে। এখন পর্যন্ত আমরা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছি। পরিস্থিতি আরও খারাপ হলেও আমাদের কাছে পর্যাপ্ত ব্যবস্থা আছে।

তিনি বলেন, আমাদের কাছে পর্যাপ্ত জনবল আছে। আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। জানমালের নিরাপত্তার স্বার্থে যেসব লোক রাস্তায় এসেছে তারা যেন রাস্তা ছেড়ে দেয়।

ঊষার আলো-এসএ