UsharAlo logo
বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আযম খান সরকারি কমার্স কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঊষার আলো ডেস্ক
মার্চ ১০, ২০২৪ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

শারীরিক সুস্থতায় খেলাধুলার বিকল্প নেই
              -তালুকদার আব্দুল খালেক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শারীরিক সুস্থতায় খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি শারীরিক চর্চার প্রয়োজন রয়েছে। লেখাধুলা একদিকে যেমন শক্তি ও সাহস যোগায়, অপরদিকে তেমনি শৃঙ্খলা ও নিয়মানুবর্তীতা শেখায়।

তিনি আজ (রবিবার) সকালে খুলনা আযম খান সরকারি কমার্স কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

মেয়র বলেন, খেলাধুলা ছাড়া শরীর ও মনের পরিপূর্ণ বিকাশ অসম্ভব। ক্রীড়া মানুষকে দৈহিক সুস্থতার পাশাপাশি আত্মিক ও মানসিক প্রশান্তি দান করে। যেকোন প্রতিযোগিতায় জয়-পরাজয় বড় কথা নয়, অংশগ্রহণের মাধ্যমে সুস্থ চিন্তার বহি: প্রকাশ ঘটানোই আসল কথা। ক্রীড়াঙ্গণে বাংলাদেশের অবস্থান অনেক ভালো। বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সকল উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করেছে। ছেলেমেয়েদের প্রতিষ্ঠানে নিয়মানুযায়ি খেলাধুলা করানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান মেয়র।

আযম খান সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর কার্ত্তিক চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. গাজী মনিবুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর শেখ রেজাউল করিম ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। এতে স্বাগত বক্তৃতা করেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজক কমিটির আহবায়ক তারক চাঁদ ঢালী।