UsharAlo logo
বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঊষার আলো
জানুয়ারি ২, ২০২৩ ১০:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। নৌপথে দুর্ঘটনা এড়াতে রোববার (১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ফেরিসহ সকল নৌযান বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। সোমবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যমুনা নদীতে গতকাল রোববার সন্ধ্যার পর থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। এতে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে মাঝ নদীতে একটি ফেরি আটকা যায়। পরে যাত্রী ও চালকদের নিরাপত্তার কথা ভেবে নৌ-দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে আটকে পরা ফেরিটি আরিচা ঘাটে ফিরে এসেছে। এখন পর্যন্ত আরিচা-কাজিরহাট নৌরুটের ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আবদুল্লাহ বলেন, গতকাল রোববার রাত সাড়ে ৯টা থেকে এখন পর্যন্ত ১১ ঘণ্টার বেশি সময় ধরে নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। নৌপথে চারটি ফেরি চলাচল করছে। তবে আরিচা ঘাট এলাকায় অর্ধশতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে।

ঊষার আলো-এসএ