UsharAlo logo
রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনা ম্যাচের জন্য ডাক পড়ল নেইমারের

ক্রীড়া ডেস্ক
মার্চ ১, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

ব্রাজিলিয়ান ক্লাবে যোগ দিতেই ফের জাতীয় দলে ডাক পেয়েছেন নেইমার। গত জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে নাম লিখিয়েছেন তিনি। ক্লাবটির হয়ে ছন্দে ফেরার চেষ্টায় আছেন এই তারকা ফুটবলার। এর মধ্যেই মার্চের আন্তর্জাতিক উইন্ডোর জন্য ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের ঘোষিত ৫২ সদস্যের প্রাথমিক দলে ডাক পড়েছে তার।

প্রায় দেড় বছর পর ব্রাজিল দলে জায়গা পেলেন নেইমার। যদিও দলটি চূড়ান্ত নয়। ৫২ সদস্যের এই দল থেকে চূড়ান্তভাবে মার্চে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের দলে ডাক পাবেন ২৩ ফুটবলার।

আগামী ২১ মার্চ কলম্বিয়া এবং ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে বাছাইয়ের এই দুই ম্যাচ খেলবে সেলেসাওরা।

জাতীয় দলের হয়ে আসন্ন ম্যাচ দুটিতে খেলার প্রত্যাশার কথা সম্প্রতি জানিয়েছিলেন নেইমার। যদিও তিনি দলে আসার ভারটা কোচের ওপরই ছেড়ে দিয়েছিলেন। প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়ে পুনরায় তার হলুদ জার্সি গায়ে জড়ানোর সম্ভাবনা তৈরি হলো।

২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় এসিএলের (অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট) চোটে পড়েন নেইমার। যার কারণে তাকে পরের বছর অক্টোবর পর্যন্ত মাঠের বাইরে কাটাতে হয়েছে।

বছরখানেক পর মাঠে ফিরলেও সৌদি ক্লাব আল-হিলালের হয়ে খুব একটা স্বস্তিতে ছিলেন না নেইমার। চোটের অস্বস্তিতে পিছু লেগে ছিল তার। এমন বাস্তবতায় সবশেষ আল-হিলাল ছেড়ে নিজের ‘শৈশবের নীড়’ সান্তোসে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

প্রসঙ্গত, বিশ্বকাপ বাছাইপর্বে স্মরণকালের সবচেয়ে বাজে সময় পার করছে ব্রাজিল। লাতিন অঞ্চল থেকে শীর্ষ ছয়টি দল বিশ্বকাপের টিকিট কাটবে। সপ্তম দলটিকে খেলতে হবে প্লে-অফ। ব্রাজিল হয়তো শীর্ষ ছয়ে নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে পারবে, তবে অন্যান্যবারের মতো দাপুটে পারফরম্যান্স দেখাতে না পারায় সমর্থক থেকে শুরু করে সাবেক ফুটবলাররাও নাখোশ।

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে ব্রাজিলের অবস্থান পাঁচে, তাদের পয়েন্ট ১২ ম্যাচে ১৮। অন্যদিকে সেলেসাওদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে।

ঊষার আলো-এসএ