UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনার বিজয় মিছিল, স্কুলছাত্রের মৃত্যু

usharalodesk
ডিসেম্বর ১৯, ২০২২ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : কুমিল্লার মনোহরগঞ্জে আর্জেন্টিনার জয়ের পর বিজয় মিছিল করার সময় মোটরসাইকেলের ধাক্কায় এক স্কুলছাত্র মারা গেছে।রোববার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার পর উপজেলার খিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র মনোহরগঞ্জ উপজেলার খিলা পূর্ববাতাবাড়িয়া গ্রামের মিলন মিয়ার ছেলে শাওন মিয়া (১২)। সে খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।সোমবার (১৯ ডিসেম্বর) সকালে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার লাকসাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমন চৌধুরী।

তিনি বলেন, আর্জেন্টিনার জয়ে রাত ১২টার পর সমর্থকেরা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে আনন্দ মিছিল বের করে। মিছিলে শাওনও ছিল। আনন্দ মিছিলটি খিলা পূর্ববাতাবাড়িয়া ইউটার্নে আসলে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যায় শাওন। খবর পেয়ে গিয়ে দেখি পরিবার মরদেহ নিয়ে গেছে।

ঊষার আলো-এসএ