UsharAlo logo
বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

আলিয়া মাদ্রাসা মাঠে হচ্ছে না বিচারকাজ, সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

ঊষার আলো
জানুয়ারি ৯, ২০২৫ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতে বিডিআর বিদ্রোহ মামলার ‘বিচারকাজ হচ্ছে না’ বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছে। এমন আশ্বাস পেয়ে সড়ক অবরোধ ছেড়ে দিয়েছেন বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা।

পরবর্তী তারিখ দ্রুত সময়ের মধ্যে জানিয়ে দেওয়া হবে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এদিকে বিচারক ফিরে যাওয়ার পর সড়কের অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে তাদের সড়ক থেকে সরে যেতে দেখা যায়। এতে যান চলাচল আবারও শুরু হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে সকাল থেকে বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও আশপাশের সব রাস্তা বন্ধ করে অবস্থান নিতে দেখা যায় শিক্ষার্থীদের। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও করেন তারা।

সড়ক অবরোধকারী শিক্ষার্থীদের অভিযোগ, মাদ্রাসার মাঠটি তিন মাসের জন্য নেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পরও মাঠটি ফিরিয়ে না দেওয়া এবং বুধবার রাতে কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে মাদ্রাসার মাঠের গেটের তালাভাঙার চেষ্টা করলে শিক্ষার্থীরা ধাওয়া দেয় এরপর থেকে প্রতিষ্ঠানের সামনে এবং সড়কের বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

ঊষার আলো-এসএ