ঊষার আলো ডেস্ক : নির্বাচনকে সামনে রেখে কূটনীতিকদের তৎপরতা নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘কূটনীতিকরা যথেষ্ট ম্যাচিউর। আশা করি তারা কূটনৈতিক শিষ্টাচার মেনে চলবেন’।
আজ মঙ্গলবার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহর ঢাকা সফরকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি আরো বলেন, ‘আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াতাম, তখন তারা আমার দেশের বিষয়ে জিজ্ঞাসা করতেন। কিন্তু পরে আমি যখন কূটনীতিক ছিলাম, তখন তারা আমাকে আর দেশের কোনো বিষয়ে জিজ্ঞাসা করেনি। আপনারা কেন কূটনীতিকদের কাছে ধর্না দেন’।
(ঊষার আলো-এফএসপি)