UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আসামে বন্যায় ৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় ২৫ হাজার মানুষ

pial
মে ১৫, ২০২২ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতের আসাম রাজ্যে বন্যায় তিন জন মারা গেছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ছয় জেলার প্রায় ২৫ হাজার মানুষ।

রোববার (১৫ মে) এএনআই’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আসাম ছাড়াও মেঘালয়া, অরুনাচল প্রদেশে গত দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে। এতে নদ-নদীর পানি
বৃদ্ধি পেয়েছে। আর কিছু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে, ১৪ মে পর্যন্ত ছয় জেলার ৯৪ গ্রামের মোট ২৪ হাজার ৬৮১ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় এক হাজার ৭৩২ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

ক্ষতিগ্রস্ত ২৫ হাজার লোকের মধ্যে প্রায় ২৪ হাজারই কাছাড় জেলার। সেই জেলায় নিরাপত্তা বাহিনীর লোকজন কাজ করছে। শনিবার সেখান থেকে পানিবন্দি দুই হাজার ১৫০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)