UsharAlo logo
শনিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম টেস্টের দল ঘোষনা

usharalodesk
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক :আগামী মাসে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে ইংল্যান্ড দল। ৭-১১ অক্টোবর মুলতানে হবে সিরিজের প্রথম টেস্ট। এই টেস্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। যথারীতি অধিনায়ক হিসেবে থাকছেন শান মাসুদ।

১৫ সদস্যের দলে রাখা হয়েছে নুমান আলীকে। ৩৭ বছর বয়েসী এই স্পিনার ১ বছরেরও বেশি সময় ধরে দলের বাইরে রয়েছেন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর ব্যাপক বিতর্কের মুখে রাখা হয়েছে অভিজ্ঞ এই স্পিনারকে। তিনি ১৫ টেস্ট খেলে ৩৩ গড়ে পেয়েছেন ৪৭ উইকেট।

সেই সঙ্গে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আমের জামাল। লোয়ার ব্যাকের ইনজুরির কারণে বাংলাদেশ সিরিজ মিস করা জামালকে ফেরানো হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে।

শেষ টেস্ট খেলাদের মধ্যে ইনজুরি সমস্যার কারণে রাখা হয়নি খুররাম শেহজাদকে। রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

বাংলাদেশ সিরিজের দল থেকে বাদ পড়েছেন কামরান গুলাম এবং মোহাম্মদ আলী।

ইংল্যান্ড সিরিজের ১ম টেস্টে পাকিস্তান স্কোয়াড

শান মাসুদ (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, নুমান আলী, সাইম আইয়ুব, সালমান আগা, সৌদ শাকিল, আমের জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, মীর হামজা, মুহাম্মদ হুরাইরা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাহীন শাহ আফ্রিদি।

ঊষার আলো-এসএ