UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেন যুদ্ধে উ. কোরিয়ার সেনাদের বিষয়ে নতুন তথ্য দিল পেন্টাগন

ঊষার আলো
নভেম্বর ২৩, ২০২৪ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক:রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে শিগগিরই উত্তর কোরিয়ার সেনারা অংশ নিচ্ছে। এসব সেনারা সীমান্তে দখল করা অঞ্চল উদ্ধারে সক্ষম হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার (২৩ নভেম্বর) দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন এ কথা বলেন।

তিনি বলেন, তাদের বিশ্বাস রাশিয়ার সীমান্ত এলাকা কুরস্কে প্রায় ১০ হাজার উত্তর কোরিয়ার সেনা অবস্থান নিয়েছে। তারা রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে।

প্রশান্ত মহাসগারীয় দেশ ফিজিতে অবস্থানকালে অস্টিন বলেন, ‘রাশিয়ার কাঠামোর ওপর ভিত্তি করে উত্তর কোরিয়ার সেনাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আশা করছি দ্রুতই তারা যুদ্ধে অংশ নিবে।’

অস্টিন আরও বলেন, কবে তারা যুদ্ধক্ষেত্রে অংশ নিবে, সে সম্পর্কে নির্দিষ্ট দিনক্ষণ তার জানা নেই।

এদিকে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তা এবং গবেষণা গ্রুপ বৃহস্পতিবার জানিয়েছে, সেনা পাঠানোর কারণে রাশিয়া পিয়ংইয়ংয়ে তেল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোসহ অর্থনৈতিক সহযোগিতা দিচ্ছে।

ইউক্রেনকে সতর্ক করে মস্কো জানিয়েছে, উত্তর কোরিয়ার সেনা পাঠানোর বিপরীতে তারাও ৫০ হাজার সেনা প্রস্তুত করছে। এসব সেনারা সীমান্তে দখল করা অঞ্চল উদ্ধারে সক্ষম হবে।

ঊষার আলো-এসএ