ঊষার আলো ডেস্ক: পূর্ব ঘোষণা ছাড়াই সোমবার ইউক্রেন সফর করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ। তিন বছর আগে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর যা তার দ্বিতীয় সফর। আর এই সফরে কিয়েভকে ৬৮৫ মিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছেন তিনি। পাবলিক ব্রডকাস্টার জেডডিএফ এমন তথ্য জানিয়েছে।
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ায় এ যুদ্ধে আগামীতে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দেবে কিনা যুক্তরাষ্ট্র; তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
আর এই অবস্থায় কিয়েভের পাশে এসে দাঁড়িয়েছে জার্মানি। এই যুদ্ধে জার্মানি যে আগামীতেও ইউক্রেনকে সমর্থন দেবে স্কোলজের এই সফর সেটিরই আশ্বাস।
ঊষার আলো-এসএ