UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেনকে ৫শ’ জেনারেটর দেবে যুক্তরাজ্য

usharalodesk
মার্চ ১৪, ২০২২ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বেশ কিছুদিন ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। অভিযানের কারণে ইতোমধ্যে দেশটিতে অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।এর মধ্যে বিদ্যুতের সংকট চরমে পৌঁছেছে।এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনকে পাঁচ শতাধিক জেনারেটর দেওয়ার ঘোষণা দিয়েছেন। খবর: বিবিসি

জানা গেছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরাসরি জেনারেটর চেয়ে যুক্তরাজ্যকে অনুরোধ করার পর দেশটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হলো। জেনারেটরগুলো আশ্রয়কেন্দ্র এবং হাসপাতালসহ প্রয়োজনীয় সেবার জন্য বিদ্যুৎ সরবরাহের কাজে ব্যবহার হবে। সেই সঙ্গে প্রায় ২০ হাজার বাড়িতে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করবে জেনারেটরগুলো।

প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সোমবার ১৯তম দিনে গড়িয়েছে এই অভিযান। রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল দখল করে নিয়েছে।

ঊষার আলো-এসএ