UsharAlo logo
শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউরোপের ৪ রাষ্ট্রদূতকে তলব করলো ফিলিস্তিন

usharalodesk
জুন ৩, ২০২১ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পক্ষে তোলা একটি প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়ার কারণে ইউরোপীয় দেশ যুক্তরাজ্য, বুলগেরিয়া, অস্ট্রিয়া  এবং চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতদের তলব করেছে ফিলিস্তিন।

এসকল রাষ্ট্রদূতদের ডেকে কড়া ভাষায় প্রতিবাদ জানানো হয়েছে ও সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এর ব্যাখ্যা দেয়ার অনুরোধ করেছে ফিলিস্তিন।

সম্প্রতি গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং হত্যাযজ্ঞ সম্পর্কে তদন্তের কথা বলা হয়েছিল সেই প্রস্তাবে। গত মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায়ও এই প্রস্তাব তোলা হয়।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি আমাল জাদু ইউরোপের এই ৪ দেশের বিপক্ষে ভোট দেয়ার নিন্দা জানিয়ে বলেছেন, এর মাধ্যমে ইসরায়েলকে ফিলিস্তিনির ওপর আগ্রাসন এবং ধারাবাহিকভাবে মানবাধিকার লঙ্ঘনের সবুজ সংকেত দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের ভোট হত্যা এবং আগ্রাসনের সংস্কৃতিকে আরও জোরদার করবে। এটি ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব ও আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে মানবতাবিরোধী অপরাধ করার সুযোগ করে দেবে।

জার্মানিও সেই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। ধারণা করা হচ্ছে যে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ জার্মান রাষ্ট্রদূতকেও তলব করতে পারে।

(ঊষার আলো-এফএসপি)