UsharAlo logo
বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইন্দোনেশীয়ায় সাবমেরিন নিখোঁজ

ঊষার আলো
এপ্রিল ২১, ২০২১ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইন্দোনেশিয়ার নৌবাহিনীর সাবমেরিন কেআরআই নাংগালা-৪০২ ৫৩ জন আরোহীকে নিয়ে নিখোঁজ হয়েছে। বুধবার (২১ এপ্রিল) বালি দ্বীপের উত্তরে মহড়া চালানোর সময় এটি যোগাযোগবিচ্ছিন্ন হয়। ইন্দোনেশীয় সেনাবাহিনীকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
কেআরআই নাংগালা-৪০২ ইন্দোনেশিয়ার পাঁচটি সাবমেরিনের মধ্যে একটি। জার্মানির তৈরি এ সাবমেরিনটি বুধবার সকালে বালি উপকূল থেকে প্রায় ৬০ মাইল (১০০ কিমি) দূরের পানিতে নিখোঁজ হয় বলে ধারণা করা হচ্ছে।
ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর প্রধান সাবমেরিনটির খোঁজে যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। অনুসন্ধান কার্যক্রমের জন্য অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ। তবে,দেশ দুটির পক্ষ থেকে এখনও এ ব্যাপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
ফার্স্ট অ্যাডমিরাল জুলিয়াস উইদজোজনো ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন,‘নৌবাহিনী এখন এটিকে খুঁজছে। এই এলাকাটি আমাদের পরিচিত,তবে এটি বেশ গভীর।’
কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে,সাবমেরিনটিকে গভীর পানিতে ডুব দেয়ার অনুমতি দেয়ার পরপরই এটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

(ঊষার আলো-এমএনএস)