নৌ-বাহিনীর একটি আভিযানিক দল ও দৌলতপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ (ষোল) পিচ ইয়াবা ট্যাবলেট ও ৬০০ (ছয়শত) গ্রাম এসিড উদ্ধার সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার।
ইং-১৮/০১/২০২৫ তারিখ রাত ২০.৪৫ ঘটিকার সময় দৌলতপুর থানাধীন পাবলা খানপাড়া ডাক্তার শামসুর রহমানের বাড়ির পিছনে পাঁকা রাস্তার উপর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও নাশকতা সৃষ্টিকারী ১। মোঃ শামীম মুন্সি (৩২), পিতা-মৃত লোকমান মুন্সি, মাতা-ঝরণা বেগম, সাং-পাবলা খানপাড়া, থানা-দৌলতপুর, জেলা-খুলনাকে মাদকদ্রব্য সহ স্থানীয় লোকজন আটক করে মারধর করাকালে নৌ-বাহিনীর একটি টহল টিম সেখানে উপস্থিত হয়ে উক্ত ব্যক্তিকে আটক করে। অতপর দৌলতপুর থানা পুলিশকে সংবাদ দিলে এসআই (নিঃ)/ মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে উপস্থিত হলে উক্ত ব্যক্তিকে নৌ-বাহিনীর দল পুলিশের নিকট হস্তান্তর করে। তাৎক্ষনিক ভাবে জিজ্ঞাসাবাদে আসামী তার পরিহিত প্যান্টের ডান পকেট হতে ০১ টি সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো ১৬ (ষোল) পিচ এ্যাম্ফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট যার ওজন ১.৬ গ্রাম, মূল্য অনুমান (১৬ X ৩০০) = ৪৮০০/-(চার হাজার আটশত) টাকা ও ০১ টি কালো কন্টেইনারে রক্ষিত ৬০০(ছয়শত) গ্রাম এসিড বের করে দিলে পুলিশ জব্দ করে। উল্লেখ্য যে, গনধোলাই এর কারনে আসামী মোঃ শামীম মুন্সি জখম প্রাপ্ত হলে চিকিৎসার জন্য এসসিপিও মমিন সহ নৌ-বাহিনীর আভিযানিক দল ও পুলিশ সহায়তায় আসামীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, প্রাথমিক চিকিৎসা শেষে আসামীকে কর্তব্যরত ডাক্তার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। আসামী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন আছে। পরবর্তীতে এসআই (নিঃ)/ মোঃ সাইফুল ইসলাম উপরোক্ত আলামত সহ থানায় উপস্থিত হয়ে এজাহার দায়ের করে, যার প্রেক্ষিতে দৌলতপুর থানার মামলা নং-১০, তাং-১৯/০১/২০২৫ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬ (১) সারণির ১০ (ক) এবং এসিড নিয়ন্ত্রন (সংশোধন’২০১০) আইন ২০০২ এর ৩৬ রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন আছে।
ঊআ-বিএস