UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইরাকে হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকান্ড, মৃত্যু ৬৪

ঊষার আলো
জুলাই ১৩, ২০২১ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইরাকের এক হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডে ৬৪ জন মানুষের প্রাণহানি ঘটেছে। ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ার আল-হুসেইন হাসপাতালে স্থানীয় সময় সোমবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের কারণ এখনো না জানা গেলেও প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা অক্সিজেন ট্যাংক বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদেমি হাসপাতালের প্রধানকে আটকের আদেশ দিয়েছেন। এমনকি রোগীদের স্বজনরা হাসপাতালের বাইরে বিক্ষোভ করছেন। বিক্ষুব্ধ স্বজনদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এমনকি পুলিশের ২টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, করোনা ইউনিটে ৭০টি শয্যার ব্যবস্থা ছিল। এটি ৩ মাস আগে বানানো হয়েছিল। আগুন যখন লাগে তখন ভেতরে ৬৩ জন রোগী ভর্তি ছিলেন।

(ঊষার আলো-আরএম)