ঊষার আলো ডেস্ক : ইরান থেকে ড্রোন কেনার দায়ে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। ইরানের কাছ হতে ড্রোন কিনে সেগুলো ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া ব্যবহার করেছে বলে অভিযোগ আমেরিকার।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ার অ্যারোস্পেস ফোর্স ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে তেহরানের কাছ থেকে কামিকাযে ড্রোন কেনার জন্য অভিযুক্ত করেছে। তবে রাশিয়া ও ইরান দুই দেশই এই দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে।
শুক্রবার হোয়াইট হাউসে আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেন, ড্রোন কেনার ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান একেবারে অগ্রভাগে ছিল তাদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এক্ষেত্রে তিনি রাশিয়ার অ্যারোস্পেস ফোর্স ও ৯২তম রাষ্ট্রীয় ড্রোন কেন্দ্রের নাম উল্লেখ করেন।
আমেরিকা দাবি করে আসছে, রাশিয়া ইরানের কাছ থেকে বিভিন্ন অস্ত্র ও ড্রোন কিনেছে যা তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের শামিল। ওয়াশিংটন আরো দাবি করছে যে, ইরান থেকে ড্রোন প্রযুক্তি কিনে রাশিয়া গণভাবে উৎপাদনের ব্যবস্থা করবে।
সূত্র : আনাদোলু এজেন্সি।
(ঊষার আলো-এফএসপি)