UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে নতুন নোট ২০ এপ্রিল থেকে

Usharalo News
এপ্রিল ১০, ২০২২ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। এ নতুন নোট আগামী ২০ এপ্রিল থেকে সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) নতুন নোট ব্যাংকগুলোয় পাওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, আগামী ২০ এপ্রিল থেকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসে কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে নতুন এই নোট বিনিময় করা হবে। এছাড়া ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৩২টি শাখা থেকেও ১০, ২০, ৫০ টাকা এবং ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট প্রতিটি একটি প্যাকেট করে বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে।
ঈদের আগে বিশেষ বুথে সাধারণ জনগণের কাছে নতুন নোট বিনিময় করত কেন্দ্রীয় ব্যাংক। তবে করোনার কারণে গত দুই বছর সে প্রথা বন্ধ ছিল। করোনার প্রকোপ কমে যাওয়ায় ফের নোট বিনিময় করবে কেন্দ্রীয় ব্যাংক।

তবে একজন ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। কিন্তু নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যেকোনো মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।

(ঊষার আলো-এফএসপি)