UsharAlo logo
মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এ সপ্তাহে হচ্ছে না ৪৩তম বিসিএসের ফল

usharalodesk
আগস্ট ১৬, ২০২৩ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চলতি সপ্তাহে ৪৩তম বিসিএসের ফল প্রকাশ করার ইচ্ছা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে পিএসসি। ফলে আগামী সপ্তাহের যে কোনো দিন ফল প্রকাশ করা হবে বলে পিএসসি সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয় নিয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে পিএসসির এক সদস্য বলেন, ফল প্রকাশ করা হবে— এমন সময়ে এসে কিছু জটিলতা দেখা দিয়েছে। এ সপ্তাহে সব জটিলতা শেষ করে আগামী সপ্তাহে ফল প্রকাশ করা হবে।

গত বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। গত বছরের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২২৯ প্রার্থী।

৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

ঊষার আলো-এসএ