UsharAlo logo
সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রকেটে মহাকাশ পর্যটনে গেলো অপেশাদার ৪ জন

usharalodesk
সেপ্টেম্বর ১৬, ২০২১ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : এই প্রথম অনভিজ্ঞ চারজন স্পেসএক্সের রকেটে করে মহাকাশ পর্যটনে গেছে। এর আগে অপেশাদাররা মহাকাশে গেলেও তাদের সঙ্গে থেকেছেন প্রশিক্ষিত নভোচারী।

শিফটফোর পেমেন্টের মালিক ৩৮ বছর বয়সী হাই স্কুল ড্রপআউট জ্যারেড আইস্যাকম্যান পুরো ট্রিপ স্পন্সর করছেন। সাথে আছেন পেশায় নার্স হেইলি আর্সেনাও, এয়ারোস্পেস ডেটা ইঞ্জিনিয়ার ক্রিস সিমব্রস্কি এবং ভূবিজ্ঞানী সিয়ান প্রক্টর।

এ মহাকাশ অভিযানের নাম দেওয়া হয়েছে, ইনস্পিরেশন ৪। চারজনের এ মহাকাশ অভিযান ভবিষ্যতে অন্যদের প্রেরণা দেবে।

ওই ৪ জন স্পেসএক্স ড্রাগনে বসার পর যাত্রা শুরু হয়। ১২ মিনিট পর ফ্যালকন ৯ রকেটের ২য় পর্যায় চালু হয়। স্পেসএক্স জানায়, ৪ জনই এখন মহাকাশে পৌঁছে গেছে।

(ঊষার আলো-আরএম)