UsharAlo logo
শনিবার, ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এইচ টি ইমামের মৃত্যুতে সেক্টর কমান্ডারস ফোরামের শোক

ঊষার আলো
মার্চ ৪, ২০২১ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বীর মুক্তিযোদ্ধা এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১।
আজ ০৪ মার্চ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৭১ সালে পাকিস্তান সরকারের চাকরিতে থাকা অবস্থায় পাকিস্তানের প্রতি আনুগত্য ত্যাগ করে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন এইচ টি ইমাম। তিনি মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিবও হন। আমরা এই বীর দেশপ্রেমিকের আত্মার শান্তি কামনা করছে এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
শোকবার্তায় স্বাক্ষর করেন সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) কে.এম. সফিউল্লাহ, বীর উত্তম, নির্বাহী সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল আলম এবং মহাসচিব মুক্তিযোদ্ধা ও লেখক হারুন হাবীব।

 

 

(ঊষার আলো- এম.এইচ)