UsharAlo logo
রবিবার, ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

একদিনে রেকর্ড ১০৫ ডেঙ্গু রোগী শনাক্ত

usharalodesk
জুলাই ২৫, ২০২১ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৫ জন রোগী। এটি চলতি বছরে একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড।

এই নিয়ে এখন সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫২৭ জনে।

আজ রবিবার (২৫ জুলাই) বিকালে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই এখন বর্তমানে হাসপাতাল ছেড়ে গেছেন। কিন্তু এখনো রাজধানীতে ৪৬০ জন এবং রাজধানীর বাইরে বিভিন্ন হাসপাতালে বাকি ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

(ঊষার আলো-এফএসপি)