UsharAlo logo
সোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

এতিম শিশুদের মাঝে সাতরং মহিলা কল্যাণ সংস্থার কম্বল বিতরণ

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল জেলার কালিয়া উপজেলার চাপুলিয়া মরিয়ম মহিলা মাদ্রাসা ও এতিমখানা এবং বাবরা রোকন উদ্দিন হাফিজিয়া মাদ্রাসায় শীতার্ত এতিম শিশুদের মাঝে গতকাল (শনিবার) কম্বল বিতরণ করেছে সাতরং মহিলা কল্যাণ সংস্থা।

সংস্থার পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবারও শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মো: নজরুল ইসলাম, সভাপতি শিরিনা পারভীন, আম্মা ফাউন্ডেশনের চেয়ারম্যান এস কে এম ডি বাহলুল আলম, বাবরা ইউনিয়ন পরিষদের সদস্যা মো: আশরাফুল ইসলাম, সমাজ সেবক নূরজাহান আক্তার নীল, সমাজসেবক মো: আশরাফ উদ্দিন শেখ, সৈয়দ মোরফুদ আলী, কাজী ইমরান হোসেন, শেখ সুমন শাহরুর রহমান সিয়াম প্রমূখ।

সংস্থার উপদেষ্টা তার বক্তব্যে চাপুলিয়া মরিয়ম মহিলা মাদ্রাসা ও এতিমখানা এবং বাবরা রোকন উদ্দিন হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।