UsharAlo logo
শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

এনআইডি বাতিল,জেনারেল আজিজের দুই ভাইয়ের

ঊষার আলো ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা চারটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে নির্বাচন কমিশন। ফলে দেশে মিলবে না এনআইডির কোনো সুবিধা।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছেন, নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাসচিব মো. মাহবুব আলম তালুকদার।

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের প্রভাব খাঁটিয়ে দুই ভাই তথ্য গোপন করে নিজেদের নাম পরিবর্তন করে জাতীয় পরিচয়পত্র করেন।এ বিষয়ে করা তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে তাদের এনআইডি বাতিল করা হয়।