ঊষার আলো রিপোর্ট : বিগত সময় যেসব পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভিত্তিতে ভর্তি পরীক্ষা নিয়েছিল, আসন্ন শিক্ষাবর্ষেও তারা একইভাবেই ভর্তির কার্যক্রম সম্পন্ন করবে। এ বিষয়ে ইউজিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, আগামী বছর (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে একক ভর্তি পরীক্ষার আওতায় নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি গুচ্ছ পরীক্ষা নিয়ে আসছিল।
এ ছাড়া কৃষি ও কৃষিশিক্ষা প্রদান বিশ্ববিদ্যালয়গুলো আরেকটি গুচ্ছ এবং তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আলাদা গুচ্ছ ভর্তি পরীক্ষা নেয়।
ঊষার আলো-এসএ