UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এবার ১৮ বছর বয়সি শিক্ষার্থীদের টিকা নিবন্ধন শুরু

usharalodesk
আগস্ট ২০, ২০২১ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কোভিড-১৯ সংক্রমণ থেকে সুরক্ষা পেতে ১৮ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীদের টিকার নিবন্ধন শুরু হয়েছে। একইসাথে শিক্ষার্থীদের করোনার টিকা নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপেও নতুন ক্যাটাগরি যুক্ত করা হয়েছে।

শুক্রবার(২০ আগস্ট) এ বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুব দ্রুত খুলে দেওয়ার বিষয়ে সরকারি নির্দেশনা রয়েছে। এজন্য, শিক্ষার্থীদের অবশ্যই টিকার আওতায় আনা জরুরি। তাই তাদের সুরক্ষায় এ নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে।

টিকা নিবন্ধনের শুরুর দিকে দেশে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল। এরপর নিবন্ধন কম হওয়ায় আরও বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে বয়সসীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তর। ওই সময় ৫৫ থেকে বয়স কমিয়ে ৪৪ বছর করা হয়।

পরে ২য় দফায় কমিয়ে ৪০ বছর করা হয়। ৩য় দফায় টিকা গ্রহীতাদের বয়স কমিয়ে ৩৫ বছর করা হয়। ৪র্থ দফায় তা আরও কমিয়ে ৩০ বছর করা হয়েছে। এরপর ৫ম দফায় আবারও টিকা নেওয়ার জন্য সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর নির্ধারণ করেছিল সরকার।

(ঊষার আলো-আরএম )