UsharAlo logo
বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে চার লাখ ইয়াবা আটক

usharalodesk
আগস্ট ৫, ২০২১ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় থেকে চার লাখ ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা আটক করেছেন কক্সবাজার ব্যাটালিয়ান (৩৪ বিজিবি)। কিন্তু এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর ১২টায় এই বিষয়টি নিশ্চিত করেন ৩৪ বিজিবি’র পরিচালক (অধিনায়ক) আলী হায়দার আজাদ আহমেদ।

তিনি জানান, বৃহস্পতিবার (৫আগস্ট) মধ্যরাতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র অধীনের রেজুপাড়া বিওপি’র ১টি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ ইয়াবা লুকিয়ে রাখার খবর জানতে পারেন। পরে বিওপি হতে আনুমানিক ৩ কিলোমিটিার দক্ষিণ দিকে কক্সবাজারের উখিয়ার ২ নম্বর রত্নাপালং ইউনিয়নের করাইবুনিয়া নামক স্থানে অভিযান চালিয়ে পাহাড়ে লুকানো অবস্থায় বস্তাভর্তি ৪১ কার্ট (প্রতি কার্টে ১০ হাজার পিস ইয়াবা) সর্বমোট ৪ লাখ ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা জব্দ করেন।

জব্দ করা বার্মিজ ইয়াবা নিয়ে বিওপিতে ফেরত আসার সময় চোরাকারবারীরা দেশীয় অস্ত্র, লোহার রড ও রামদা নিয়ে টহলদলের ওপর আক্রমণ করেন। এসময় চোরাকারীরদের লক্ষ্য করে বিজিবি ৪ রাউন্ড গুলি করলে তারা দ্রুত পাহাড়ি গহীন জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

(ঊষার আলো-আরএম)