UsharAlo logo
রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে জেলা প্রশাসনের ত্রাণ পেল ৪০০ পরিবার

usharalodesk
এপ্রিল ২৫, ২০২১ ৯:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : কক্সবাজারে করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত শহরের সেলুন মালিক ও কর্মচারী, বুট পালিশ সমিতির সদস্য (মুচি) এবং অটোরিকশা চালকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেওয়া ত্রাণ বিতরণ করেছে জেলা প্রশাসন।
গতকাল ২৪ এপ্রিল শনিবার বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪০০ পরিবারের মাঝে স্বাস্থ্যবিধি মেনে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময়ে জেলা প্রশাসক মামুনুর রশিদ বলেছেন, করোনাকালে কক্সবাজার জেলার ক্ষতিগ্রস্ত কর্মহীন মানুষের জন্য প্রধানমন্ত্রী ১০ কোটি টাকা অনুদান দিয়েছে। পর্যায়ক্রমে অসহায় দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এই উপহার প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো আমিন আল পারভেজ, পৌর পূজা উদযাপন পরিষদ সভাপতি বেন্টু দাশ, পৌর আওয়ামী লীগ সভাপতি মো নজিবুল ইসলাম, কক্সবাজার শীল কল্যাণ সমিতির সভাপতি ডা. সুনীল কুমার সুশীল, সাধারণ সম্পাদক সবুজ শীল প্রমুখ।

(ঊষার আলো- এম. এইচ)