ঊষার আলো রিপোর্ট : কক্সবাজারের রামুতে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে। আজ ১৮ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের তেচ্ছিপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
যানা যায় নিহত রহমত উল্লাহ (৩৫) টেকনাফের আবদুল মোনাফের ছেলে। তবে তিনি চাকরিজনিত কারণে কক্সবাজার শহরের ফুয়াদ খতিব হাসপাতাল সংলগ্ন এলাকায় বসবাস করেন।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, কক্সবাজারমুখী রামু লাইন এর একটি বাস বিপরীতমুখী মোটরসাইকেলটির সঙ্গে সংঘর্ষ হলে মোটরসাইকেলটি দূরে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী রহমত উল্লাহ ঘটনাস্থলেই মারা যান।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
(ঊষার আলো- এম.এইচ)