UsharAlo logo
শনিবার, ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কবজিকাটা আনোয়ারের অন্যতম সহযোগী রুবেল গ্রেফতার

ঊষার আলো রিপোর্ট
মার্চ ১৮, ২০২৫ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর আদাবরের কিশোর গ্যাং লিডার ও মাদক কারবারি কবজিকাটা আনোয়ারের অন্যতম সহযোগী মো. রুবেলকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাতে ভোলার ইলিশা ফেরিঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

রুবেলের বাড়ি ভোলার বাস্তা এলাকায়। দীর্ঘদিন ধরে রাজধানীর মোহাম্মদপুর, আদারবরসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করে বেড়াচ্ছিলেন তিনি। চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যাসহ নানা ঘটনায় রুবেল জড়িত। তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে।

র‌্যাবের ভোলা টিমের অধিনায়ক লেফটেন্যান্ট রিফাত হোসেন জানান, সোমবার রাতে রুবেলের অবস্থান ভোলায় নিশ্চিত হওয়ার পর র‌্যাব অভিযান শুরু করে। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ইলিশা ফেরিঘাট থেকে গ্রেফতারে সক্ষম হয় র‌্যাবের একটি দল।

র‌্যাব বলছে, শীর্ষ সন্ত্রাসী টুন্ডা বাবুর অন্যতম সহযোগী ছিলেন রুবেল। ঢাকার আদাবর থানার শেখেরটেক এলাকায় দুই ছেলে সন্তানসহ একটি ভাড়া বাসায় বাস করতেন রুবেল। গত মাসের ১৮ তারিখে আদাবর এলাকায় বিজয় নামের এক ব্যক্তিকে রুবেল তার বাহিনীসহ কুপিয়ে জখম করে। বিষয়টি ওই এলাকায় সিসি ক্যামেরায় ধরা পড়ে। সেই ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপরেই গা ঢাকা দেয় রুবেল।

গ্রেফতারের পর র‌্যাবের জিজ্ঞাসাবাদে রুবেল জানায়, টুন্ডা বাবুর মাধ্যমে শীর্ষ সন্ত্রাসী আনোয়ারের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। আনোয়ারের মাধ্যমেই ঢাকার মোহাম্মদপুর ও পার্শ্ববর্তী এলাকার চাঁদাবাজি, মাদক কারবার, ভূমি দখল, ছিনতাই, ডাকাতিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত তিনি। তার রয়েছে ছোট ছোট বেশ কয়েকটি গ্রুপ। যারা অস্ত্রের মুখে পথচারীদেও জিম্মি করে সর্বস্ব লুটে নিত।

ঊষার আলো-এসএ