UsharAlo logo
বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা, নজরুল তুমি

pial
মে ২৩, ২০২২ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

নজরুল তুমি
বিজন বেপারী

নজরুল তুমি সাম্যের কবি
গাহি সাম্যের গান,
নজরুল তুমি বিদ্রোহী রবি
স্ফুলিঙ্গের বান।

নজরুল তুমি প্রেমের বাঁশি
গভীর রাতের সুর,
নজরুল তুমি শিশু কিশোর
বিষাদ করো দূর।

নজরুল তুমি খোদ মুয়াজ্জিন
এলো খুশির ঈদ,
নজরুল তুমি শ্যামা সাধক
গাইলে কতো গীত।

নজরুল তুমি জাতীয় কবি
স্বাধীন বাংলাদেশ,
নজরুল তুমি মানবতার
কুলি মজুর বেশ।

বিজন বেপারী
ঝালকাঠি, বরিশাল

(ঊষার আলো-এফএসপি)