ঊষার আলো রিপোর্ট : মৌলভীবাজারের কমলগঞ্জে ঈদের কেনাকাটা শেষে বাড়িতে ফেরার পথে সিএনজি অটোরিকশায় ১ তরুণীকে যৌন হয়রাণির চেষ্টায় ব্যর্থ হয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে পরিবারের লিখিত অভিযোগে মঙ্গলবার রাতে জায়েদ আহমদ (২৫) নামে সিএনজি চালককে আটক করে পুলিশ। সঙ্গে থাকা অপর সহযোগীদের আটকের অভিযান চলছে। আহত তরুণী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় ঘোরামারা এলাকাতে।
আহত তরুণীর পরিবারের সদস্যরা বলেন, উপজেলার আদমপুর বাজার থেকে সোমবার সন্ধ্যায় ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার জন্য সিএনজিচালিত অটোরিকশায় ওঠে তরুণী। ঘোড়ামারা এলাকায় আসার পর সিএনজিতে থাকা চালক জাহেদ ও তার সহযোগী কাওছার ও অন্য ১ জন তরুণীকে যৌন হয়রাণির চেষ্টা করে। তখন তরুণীর চিৎকার শুরু করলে তাকে অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায় তারা। বাড়িতে পৌঁছে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৌমিত্র সিংহ বলেন, তরুণীর মাথা, চোখ ও হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। এদিকে পুলিশকে বিষয় জানালে মঙ্গলবার রাতেই ঘটনার সঙ্গে জড়িত চালক জাহেদ আহমদকে আটক করা হয়েছে। অপর সহযোগীদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। রাতেই পরিবার পক্ষ হতে থানায় মামলা দায়ের করা হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, তারা ঘটনার সত্যতা পেয়েছে। চালককে আটকও করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।
(ঊষার আলো- এম. এইচ)