UsharAlo logo
রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা: ৪র্থ ডোজ টিকা দেবে চিলি

usharalodesk
জানুয়ারি ৮, ২০২২ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: সারাবিশ্বে আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে করোনাভাইরাস। তৃতীয় একটি বুস্টার ডোজ দিয়েও সংক্রমণ রোধ করা সম্ভব হচ্ছে না। তাই অনেক রাষ্ট্রই চতুর্থ ডোজ প্রয়োগের পরিকল্পনা করছে। চিলিও এর মধ্যে অন্যতম।

দেশটির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা বলেছেন, সোমবার থেকে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের কোভিড ভ্যাকসিনের চতুর্থ ডোজ দেওয়া শুরু করা হবে।

চিলিতে গত ছয় মাসের মধ্যে এ সপ্তাহে করোনার সর্বোচ্চ সংখ্যক দৈনিক সংক্রমণ ঘটেছে। ওমিক্রন আবির্ভাবের পূর্বে নতুন সংক্রমণ সনাক্তের সংখ্যা বিশ্বের অন্যান্য দেশের মতো স্থিতিশীল ছিল।

পিনেরা বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বলেছেন, টিকা সুরক্ষা ছাড়া একজন ব্যক্তির সংক্রমিত হওয়ার আশঙ্কা ৬ গুণ বেশি ও বুস্টার ডোজ টিকা প্রাপ্ত ব্যক্তির তুলনায় সে ব্যক্তির আইসিইউ হাসপাতালে চিকিৎসার প্রয়োজন হওয়ার আশঙ্কা ২০ গুণ বেশি।