UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনাকে জয় করলেন আবুল হায়াত

ঊষার আলো
এপ্রিল ২০, ২০২১ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনাভাইরাসকে (কোভিড-১৯) হারিয়ে স্বনামধন্য অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত এখন সুস্থ হয়ে বাসায়৷ আবুল হায়াতের মেয়ে অভিনেত্রী নাতাশা হায়াত আজ মঙ্গলবার (২০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন।

নাতাশা হায়াত জনান, ‘আব্বার রিপোর্ট নেগেটিভ আসছে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তিনি আব্বাকে সুস্থ করেছেন। আব্বা এখন পুরোপুরিভাবে সুস্থ আছেন, দোয়া করবেন সবাই।’

আবুল হায়াত গত মাসের শেষের দিকে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাকে ৩১ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় গত ৬ এপ্রিল হাসপাতাল হতে বাসায় ফেরেন। নিজ বাসাতেই চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিলো।

(ঊষার আলো-এফএসপি)