UsharAlo logo
রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার ভ্যাকসিন নেওয়ার বয়সসীমা ২৫ বছর নির্ধারণ

usharalodesk
জুলাই ২৯, ২০২১ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ২৫ বছর বা তার বেশি বয়সি বাংলাদেশিরা এখন থেকে করোনার ভ্যাকসিন নিতে পারবেন। করোনার টিকা নিতে নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপে এই বয়সসীমা ২৫ বছর এবং তদূর্ধ্ব করা হয়েছে।

বৃহস্পতিবার(২৯জুলাই) করোনার টিকার নিবন্ধনের সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে যেয়ে দেখা গেছে, ২৫ বছর এবং এর বেশি যে কোনো বয়সি বাংলাদেশি করোনার টিকা নেওয়ার জন্য আবেদন করতে পারছেন।

দেশে ৭ ফেব্রুয়ারি গণটিকাদান কার্যক্রম শুরু হয়। পরের দিন করোনার টিকার জন্য নিবন্ধনের জন্য ৪০ বছর বয়সসীমা নির্ধারণ করেন সরকার।

ওইদিন দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশনা দেন। এর আগে, ৫৫ বছর বয়সিদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল। ধীরে ধীরে টিকা নেওয়ার বয়সসীমা কমিয়ে আনা হয়।

(ঊষার আলো-আরএম)