ঊষার আলো রিপোর্ট : মহামারী করোনায় আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার(২০ মার্চ) দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান এ বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী ইমরান খান বাড়িতে আইসোলেশনে আছেন।
প্রধামন্ত্রীর দপ্তর জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খানের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি এখন বাড়িতে আইসোলেশনে রয়েছে।’ মাত্র ২ দিন আগে কোভিড-১৯ এর ভ্যাকসিন নিয়েছিলেন ইমরান খান। এরপরই তার করোনা পজিটিভের খবর প্রকাশ হলো।
এ বিষয়ে ইনডাস হাসপাতালের প্রধান নির্বাহী আব্দুল বারি খান বলেন, টিকা নেওয়ার স্বল্প সময়ের মধ্যেই আপনি জনসাধারণের সাথে মেলামেশা করলে করোনায় আক্রান্ত হওয়াটা স্বাভাবিক ব্যাপার। কারণ টিকা নেওয়ার ২ থেকে ৩ সপ্তাহ পর দেহে অ্যান্টিবডি তৈরি শুরু হয়।
(ঊষার আলো-আরএম)