UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনায় আক্রান্ত সাকিব, খেলবেন না প্রথম টেস্টে

pial
মে ১১, ২০২২ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনায় আক্রান্ত হয়েছেন সাকিব আল হাসান। দেশে এসে করোনা পরীক্ষা করেই এ দুঃসংবাদ পান তিনি। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না তার।

মঙ্গলবার (১০ মে) সকালেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব। শ্রীলঙ্কা সিরিজের প্রটোকল অনুযায়ী তার দুটি করোনা পরীক্ষা করানো হয়েছিল। এন্টিজেন ও পিসিআর উভয় পরীক্ষাতেই তিনি ‘পজিটিভ’ হয়েছেন।

সাকিব দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেন গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে। তার করোনা আক্রান্ত হওয়ার খবর নিয়ে বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেন, ‘সাকিব আল হাসান গতকাল দেশে এসেছেন। দেশে ফেরার পর করোনা পরীক্ষায় তিনি পজিটিভ হন। তিনি এখন নিজের বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি প্রথম টেস্টে খেলবেন না।’
আগামী ১৫ মে থেকে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে প্রথম টেস্ট। প্রটোকল অনুযায়ী, সাকিবকে

পাঁচদিন আইসোলেশনে থাকতে হবে তাকে। এরপর আবার তার করোনা পরীক্ষা হবে। কাজে নিশ্চিতভাবেই প্রথম টেস্ট খেলা হচ্ছে না সাকিবের। এরপর ২৩ মে’র মিরপুর টেস্টে সাকিব খেলবেন কি না, সেটি নির্ভর করবে করোনা পরীক্ষার ফলাফলের ওপরই।

(ঊষার আলো-এফএসপি)