UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত সৌম্য সরকার

ঊষার আলো
জানুয়ারি ১৯, ২০২২ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক: ২১ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। কিন্তু শুরুর আগেই করোনাভাইরাস হানা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই ক্রিকেট লিগে। খুলনা টাইগার্সের তারকা ব্যাটার সৌম্য সরকারসহ আরও কয়েকজন ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিসিবি সূত্র জানিয়েছে, প্রথম দিনের পিসিআর টেস্টে মোট ৪-৫ জন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের ফলাফল পজিটিভ এসেছে। বাকিদের নাম এখনও জানা যায়নি। তবে রিপোর্ট পজিটিভ আসার পর তাদের টিম হোটেলে ঢুকতে দেওয়া হয়নি। তাদের রাখা হয়েছে নিভৃতবাসে। দলের বাকিদের টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে রাখা হয়েছে।

এবারের বিপিএলের উদ্বোধনী দিনেই মিনিস্টার ঢাকার বিরুদ্ধে লড়বে খুলনা। ২১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচ। এর আগে একইদিন দুপুরে ফরচুন বরিশালের মোকাবিলা করবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।