ঊষার আলো রিপোর্ট : গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৫ হাজার ৩৪৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৩৭ জন করোনামুক্ত হয়েছেন। শনিবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ৯ এপ্রিল সকাল ৮টা থেকে ১০ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ৭৭ জনের মধ্যে পুরুষ ৫৩ এবং নারী ২৪ জন। এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাড়িয়েছে ৯ হাজার ৬৬১ জনে। এ পর্যন্ত করোনা পজিটিভ হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জন। এ পর্যন্ত পাঁচ লাখ ৭২ হাজার ৩৭৮ জন করোনা রোগী সুস্থ হয়েছে।
(ঊষার আলো-আরএম)