UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আরও সাত জনের মৃত্যু, আক্রান্ত ৫১৫

usharalodesk
মার্চ ২, ২০২১ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৫১৫ জন। মঙ্গলবার (২ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনা সংক্রান্ত বিজ্ঞপ্তি সূত্রে এতথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন নারী। মৃতদের তালিকায় ঢাকার ৩ জন ও চট্রগ্রামের ৪ জন রয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা হলো ৮ হাজার ৪২৩ জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫১৫ জনের দেহে। এ নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৩১৬ জনের দেহে। এদিনে সুস্থ হয়েছেন আরও ৮৯৪ জন। এনিয়ে মোট সুস্থতার সংখ্যা দাড়ালো ৪ লাখ ৯৮ হাজার ৬৯১ জনে।

(ঊষার আলো-আরএম)